দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার
দুপুর ৩টে পর্যন্ত বিহারে ৫৩.৭৭ শতাংশ ভোট পড়েছে। এই সময়ের মধ্যে ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে বেগুসরাই জেলা (৫৯.৮২ শতাংশ)। সব থেকে পিছিয়ে পটনা জেলা (৪৮.৬৯ শতাংশ)।
বুলডোজ়ার সতর্কতা উপমুখ্যমন্ত্রীর
কনভয়ে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ‘বুলডোজ়ার অ্যাকশন’ নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিন্হা। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না-করা হলে তিনি ঘটনাস্থলেই ধর্নায় বসবেন বলে জানিয়েছেন বিজয়। পুলিশের অবশ্য বক্তব্য, স্থানীয় গ্রামবাসীরাই বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
কী বলল কমিশন
বিহারের উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ ওঠার পরেই সক্রিয় কমিশন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহার পুলিশের ডিজিকে এই বিষয়ে ‘দ্রুত পদক্ষেপ’ করার নির্দেশ দিয়েছেন। কমিশন জানিয়েছে, কাউকে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা
বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লখীসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয়কুমার সিন্হার কনভয়ে হামলার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিজের নির্বাচনী এলাকায় একটি বুথে যাওয়ার সময় বিজয়ের কনভয়ে থাকা গাড়িগুলিকে লক্ষ্য করে পাথর, গোবর এবং হাওয়াই চপ্পল ছোড়ার অভিযোগ ওঠে। তবে উপমুখ্যমন্ত্রী নিরাপদ এবং সুস্থ রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং আরজেডির মধ্যে বাগ্যুদ্ধ শুরু হয়েছে। তেজস্বীর দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে আরজেডি।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েক জন বিজয়ের কনভয়কে ঘিরে ধরে ‘মুর্দাবাদ-মুর্দাবাদ’ স্লোগান দিচ্ছেন। এই প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী বিজয় বলেন, “এরা সব আরজেডির গুন্ডা। ওরা জানে এনডিএ ক্ষমতায় আসছে। তাই গুন্ডামি করছে।”
আরজেডির অভিযোগ খারিজ কমিশনের
আরজেডির শক্ত ঘাঁটি বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে তেজস্বী যাদবের দল। তবে আরজেডির এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার
দুপুর ১টা পর্যন্ত বিহারে ৪২.৩১ শতাংশ ভোট পড়ল। এখনও পর্যন্ত ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে গোপালগঞ্জ (৪৬.৭৩ শতাংশ)। এই সময়ের মধ্যে সব থেকে কম ভোট পড়েছে পটনা জেলায় (৩৭.৭২ শতাংশ)।
.png)
