বরুণের বলে ক্যাচ ফস্কালেন অভিষেক শর্মা
বরুণের বলে বড় শট মারতে গিয়ে ক্যাচ তুলেছিলেন মিচেল মার্শ। অনেকটা ছুটে বলের কাছে পৌঁছে ঝাঁপিয়ে তা ধরেন অভিষেক। কিন্তু মাটিতে পড়ার অভিষেকের হাত থেকে বল বেরিয়ে যায়। জীবন পেলেন মার্শ।
অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দিলেন অক্ষর
অক্ষরের বলে সুইপ মারতে গিয়ে আউট ম্য়াথু শর্ট। ২৫ রান করে আউট তিনি। ৩৭ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
চালিয়ে খেলছে অস্ট্রেলিয়া
ভারতের বিরুদ্ধে আগ্রাসী ভঙ্গিতে শুরু করেছে অস্ট্রেলিয়া। প্রথমে কয়েকটি বল ধরে খেলার পর হাত খুলতে শুরু করেছেন শর্ট এবং মার্শ।
অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ১৬৮ রান
শেষবেলার দ্রুত রান তুললেন অক্ষর পটেল। তাঁর ব্যাটেই ১৬৭ রান তুলল ভারত। ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকলেন অক্ষর।
আউট ওয়াশিংটন সুন্দর
চেষ্টা করছিলেন রান তোলার গতি বাড়ানোর। কিন্তু পারলেন না। ১২ রান করে এলিসের বলে আউট হলেন তিনি।
.png)

Very Good
ReplyDelete